প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৪:২৯ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ আজ সোমবার (২৫ জুলাই) সকাল ১১ টায় জাতীয় ঈদগাহ্ প্রাঙ্গণে
মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলে রাব্বি মিয়া'র জানাজা নামাজে অংশ নেন এবং তাঁর কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।
দীর্ঘ নয় মাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২২ জুলাই শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টায় বাংলাদেশ সময় রাত আনুমানিক ২ টায় ইন্তেকাল করেন তিনি। আজ সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটা উপজেলার পটিয়া গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মুজিবুর রহমান স্বপন, অ্যাড. কাজী শাহানারা ইয়াসমিন, অ্যাড. মানিক কুমার ঘোষ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম,খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিশান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য অ্যাড. কামাল উদ্দিন, রাজিবুল হাসান, আবু জাফর প্রমূখ।