প্রকাশ: রোববার, ২৬ জুন, ২০২২, ১:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কামায় দেশেও দাম কমার বিষয়ে সুখবর দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
রোববার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোজ্যতেলের দামের ক্ষেত্রে আগামী দু-একদিনের মধ্যে সুখবর আসতে পারে। আশা করছি, এ সময়ের মধ্যে তেলের দাম কমবে।
তপন কান্তি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় অভ্যন্তরীণ বাজারে শিগগিরই এ দাম সমন্বয় করা হবে।
তিনি বলেন, তেলের দামের ক্ষেত্রে আগামী দু'একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি তেলের দাম কমবে। এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে। ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানালে তার পর আমরা জানাতে পারব কত টাকা কমবে। তবে এটি বলা যায় যে, তেলের দাম কমবে।
এ সময় তিনি বলেন, তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের দাম কতটা কমবে, সেটি স্পষ্ট নয়।