প্রকাশ: শনিবার, ২৫ জুন, ২০২২, ৯:৪৩ পিএম | অনলাইন সংস্করণ

কোটি মানুষের স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মাগুরার শালিখায় মিষ্টি বিতরণ, আলোচনা সভা, আনন্দ মিছিলসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা আওয়ামীলীগ।
আজ শনিবার বিকাল ৪ টায় এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের হয় যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় স্বস্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মতুয়া সম্প্রদায়ের একাধিক দলের অংশগ্রহণে ঢাকঢোল পিটিয়ে পুরো বাজারকে আনন্দে মুখরিত করে তোলে তারা। এছাড়াও গত তিন দিন ধরে উপজেলা পরিষদের গেট থেকে আড়পাড়া বাজারের ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশ দিয়ে সুসজ্জিত আলো দ্বারা আলোকিত করা হয়েছে।
পরে উপজেলা মুক্ত মঞ্চে মিছিল পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমলেন্দু শিকদার, সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, যুগ্মসাধারণ সম্পাদক বক্তিয়ার উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পদ্মাসেতু শুধুমাত্র একটি ভৌতিক অবকাঠামো নয় এটি কোটি কোটি বাঙালির আবেগ মিশ্রিত স্বপ্নের বাস্তবায়ন। পদ্মাসেতু উদ্বোধনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি নতুন মাইলফলকের দ্বার উন্মোচন করে দিয়েছেন বলেও জানান তারা।