প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২, ২:৫৭ এএম আপডেট: ২২.০৬.২০২২ ৩:০৭ এএম | অনলাইন সংস্করণ

বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) ২০২২-২০২৪ মেয়াদের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার বাড়ি পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী গ্রামে। আসলাম জাতীয় কর কার্ড পুরস্কার প্রাপ্ত সর্বোচ্চ কর প্রদানকারী। নয় বছর ধরে ঢাকা জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে তিনি নির্বাচিত হয়ে আসছেন। এছাড়া তিনি একজন সিআইপি।
আসলাম সেরনিয়াবাত ঢাকার গাড়ী আমদানী ও বিক্রেতা প্রতিষ্ঠান ‘কার সিলেকশনের’ স্বত্তাধিকারী। তিনি এফবিসিসিআই’র পরিচালক। তিনি বারিধারা সোসাইটির একজন সম্মানিত মেম্বার, বিভিন্ন স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠায় তার রয়েছে অসামান্য অবদান। তাছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছেন।
তিনি সাগুপ্তা টাওয়ার, ফোর স্টার, আকসাত টাওয়ার, সাউথ বাংলা সাইন্টিফিক এগ্রো, আমায়া রিসোর্টেরও উদ্যোক্তা।