প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৮:০৬ পিএম | অনলাইন সংস্করণ

সাভারে কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের কলমা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি জানায়,গত ১০ মার্চ সাভারের কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে একদল ডাকাত সদস্য প্রবেশ করে খামারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে তিনটি বিদ্যুৎ এর খুটির ট্রান্সফারমার ডাকাতি করে নিয়ে যায়। এ সময় খামারের সবার মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা লুটপাট করে মারধর করে ডাকাতরা। পরে ওই দিনেই সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন খামারের সুপারভাইজার রকিবউজ্জমান।
সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি ছায়া তদন্ত শুরু করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে কলমা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য আফাজ উদ্দিন আফু,কবির হোসেন ও মোল্লা বাবুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
অপরদিকে সাভারের ব্যাংক কলোনী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আটককৃত দুই প্রতারক সদস্য হলেন রাজীব রায় ও হাসিবুল। প্রতারণা করে সাধারণ মানুষকে চাকুরি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজিবকে এক মাস ও হাসিবুল হাসানকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদুর রহমান।