প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৯:৫৯ এএম আপডেট: ১৬.০৫.২০২২ ১০:০৯ এএম | অনলাইন সংস্করণ
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১৫ মে) রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ‘চুনকা কুঠির’-এ এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় মেয়র নির্বাচিত হওয়ায় আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হারুন। সদ্য পদোন্নতি পাওয়ায় হারুন অর রশীদকেও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মেয়র আইভী।
এসময় মেয়র আইভী হারুন অর রশীদকে বলেন, আপনাকে অভিনন্দন। আমরা কেউ আপনাকে ভুলিনি। নারায়ণগঞ্জবাসী আপনার জন্য সবসময় দোয়া করেছেন। আমরা আপনার মঙ্গল কামনা করি।
জবাবে হারুন অর রশীদ বলেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম, মেয়র পদে নির্বাচিত হলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে যাবো। বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে এতদিন আসা হয়নি। আজ সেই কথা রাখতে এসেছি আমি। আপনাকে অভিনন্দন।