প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৫:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

নুসরাত জাহান ছবি বা ভিডিও পোস্ট করা মানেই তাতে কমেন্টের ঝড়! কখনও তার পোশাক নিয়ে, তো কখনও বা ব্যক্তিগত জীবন নিয়ে তুলোধুনা করার কোনো সুযোগই ছাড়ে না কিছু মানুষ। সঙ্গে সাংসদ হিসেবে কতটা নিজের দায়িত্ব পালন করেন নুসরাত, তা নিয়েও প্রাং প্রশ্ন ওঠে।
শনিবার শপিং মলে ‘মস্তি মুডে’ ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী নুসরাত। বেশ খুশির মেজাজে দেখা গেল ‘স্বস্তিক সংকেত’ নায়িকাকে। যেন একপ্রান্ত থেকে অপরপ্রান্তে উড়ে বেড়াচ্ছেন। এই আইসক্রিমের দোকান, তো এই ফুলের তোড়া হাতে ছবির জন্য পোজ।
তবে এই ছবিতেও এসেছে অসংখ্য নেতিবাচক কমেন্ট। কেউ লিখলেন, ‘ছেলেকে কখন সময় দাও। নিজেরাই তো ঘুরে বেড়াও।’ আরেকজন লিখলেন, ‘পরের পয়সায় ফুটানি করা একেই বলে।’ সঙ্গে আরেকজন লিখলেন, ‘সাংসদ, এদিকে গত পাঁচ বছরে কতবার বসিরহাট গিয়েছে তা হাতেগুণে বলা যাবে। মুখ দেখিয়ে ভোট জিতে, আর সেদিকে পা দেয় না।’