বুধবার ২২ মার্চ ২০২৩ ৮ চৈত্র ১৪২৯

শিরোনাম: চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার    মাদারীপুরে রাজীব হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড    বিএনপি থেকে শওকত মাহমুদকে বহিষ্কার    বিদেশিদের কথায় দেশের মানুষ ভোট দিবে না: কাদের    বিশ্ব সম্প্রদায়ের উচিত ইউক্রেনে যুদ্ধ বন্ধে জোরালো পদক্ষেপ নেয়া: প্রধানমন্ত্রী    রোজা শুরু কবে, জানা যাবে বুধবার    রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতের আবেদন আপিল বিভাগেও খারিজ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রাষ্ট্রদূত আল হামুদির সঙ্গে ড. কাজী এরতেজা হাসানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে সংযুক্ত আমিরাতের বিনোয়োগ বাড়াতে উপযুক্ত সময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৯:২৩ পিএম | অনলাইন সংস্করণ

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধির পথে বৈদেশিক বিনিয়োগের জন্য উৎকৃষ্ট স্থান হচ্ছে বাংলাদেশ। তাই সংযুক্ত আমিরাতের পক্ষে বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন ভোরের পাতা ও দ্য পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। 



প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বর্তমানে দুবাইয়ে অবস্থানরত ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ ই আব্দুল্লাহ আলী আল হামুদির সঙ্গে শুক্রবার সন্ধ্যায় আবুধাবি শাংরি-লা হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. কাজী এরতেজা হাসান।

এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করে বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ সাদা রঙের পেশায় বাংলাদেশীদের সংখ্যা বাড়ছে।

বাংলাদেশ এখন বৈশ্বিক উদ্যোক্তাদের জন্য একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে কারণ দেশটি দক্ষ কর্মী, ১৭ কোটি মানুষের বিশাল অভ্যন্তরীণ বাজার, অর্থনৈতিক অঞ্চলে প্রস্তুত অবকাঠামো এবং শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার রয়েছে। বিভিন্ন দেশে রপ্তানির জন্য। রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের এই সুযোগটি কাজে লাগাতে আহ্বান জানান। তিনি যোগ করেন, খাদ্য প্রক্রিয়াকরণ, হালাল খাদ্য এবং দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন খাতে সংযুক্ত আরব আমিরাতের সাথে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে।

সাক্ষাৎ শেষে ড. কাজী এরতেজা হাসান, সিআইপি রাষ্ট্রদূত এইচ ই আব্দুল্লাহ আলী আল হামুদিকে বলেন, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত হিসাবে আপনার অনেক দায়িত্ব রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বাংলাদেশ। এক্ষেত্রে রাষ্ট্রদূত হিসেবে আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলেই বিশ্বাস করি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://dailyvorerpata.com/ad/apon.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb2.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]