প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১০ পিএম | অনলাইন সংস্করণ
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের একটি কেবিনে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম হাজি সেলিমকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তার শারীরিক কন্ডিশন অবজারভ করে হাসপাতালে তাকে ভর্তি দেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন, সূত্রটি জানায়, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এখন মোটামুটি ভালো আছে।
এর আগে গত রোববার পুরান ঢাকার বংশাল এলাকা থেকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়।
সোমবার হাজী সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। শুনানির সময় কাঠগড়ায় অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।