বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১

শিরোনাম: সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে ছয়টি কমিশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা    দুই ব্রোকার হাউজ পরিচালকের ব্যাংক-বিও হিসাব জব্দ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা    জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা    তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি: জ্বালানি উপদেষ্টা    রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়নি: রোসাটম    বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ: শ্রম উপদেষ্টা    প্রবীণ সাংবাদিক শফিক রেহমান হাসপাতালে ভর্তি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এবার অভিনেতা সাইফের ১৬ দাবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৪ পিএম | অনলাইন সংস্করণ

দেশীয় চলচ্চিত্রের এ সময়ের নায়ক সাইফ খান। সরকার পতনের পর অনেকেই নানা দাবি জানাচ্ছেন। তবে চলচ্চিত্র শিল্পীদের কাউকেই কোনো দাবি জানাতে দেখা যায়নি। তবে তরুণ প্রজন্মের নায়ক সাইফ খান চলচ্চিত্রের উন্নয়নে জন্য রোডম্যাপ দিয়েছেন। নিজের ফেসবুকে ১৬ দাবির কথা তুলে ধরেছেন তিনি।



সাইফ খানের সিনেমা শিল্প নিয়ে যেসব ভাবনার কথা তুলে ধরেছেন তা হলো- ১. সেন্সার সার্টিফিকেট সিস্টেম ২০২৪ অনুযায়ী বিশ্বমানের হতে হবে। ২. যে কোনো ছবিকে কেটাগরিভিত্তিক সার্টিফিকেট প্রদান করতে হবে। কারা দেখতে পারবে, কারা পারবে না এ অনুযায়ী। ৩. সেন্সর হওয়া প্রতিটা সিনেমাকে সর্বনিম্ন ১০ লাখ টাকার টিভি রাইটস দেবে রাষ্ট্রীয় টিভি বিটিভি। কোনো প্রযোজক অন্য কোথাও বিক্রি করতে পারলে এটা তার স্বাধীনতা এবং সরকারি একটি ওটিটি করতে হবে যার আলাদা সর্বনিম্ন ২০ লাখ পাবে প্রযোজক। এটিও বাইরে বিক্রির তার স্বাধীনতা থাকতে হবে। ৪. হলগুলোতে একটা সরকারি সেন্ট্রাল সার্ভার সিস্টেমে চলবে সিনেমা। যাতে ই-টিকেটিং সিস্টেম যুক্ত থাকবে ও একজন প্রযোজক স্বচ্ছভাবে জানতে পারবে কোন হলে, কয়টার সময়, কয়জন দর্শক দেখছে ওনার ফিল্ম।

৫. যদি মিনিমাম গ্যারান্টি দিয়ে কোনো হল সিনেমা না নেয় তবে ৫০-৫০ করতে হবে প্রযোজকের সঙ্গে। ৬. প্রত্যেক প্রযোজকে ব্যাংক লোনের সুযোগ নিশ্চিত করতে হবে। (সিনেমার মোট খরচের ৫০ শতাংশ, ওই সিনেমার বিপরীতে, যা সেন্সর সার্টিফিকেট পেলেই পাবে, যার সুদ হবে সর্বোচ্চ ৪ শতাংশ।

৭. প্রতিটা জেলায় অন্তত একটা করে শিল্পকলা, নাট্যকেন্দ্র ও মিনিমাম ৫০০ সিটের সিনেমা হল করে দিতে হবে দেশের সংস্কৃতি রক্ষায়। এটা থাকবে সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান হিসেবে। ৮. পূর্বে যেসব হল মালিক সরকারি জায়গায় পেয়েছিল হল করার জন্য, তারা যদি হল না চালাতে চায় তবে তা ক্রোক করে নতুন যারা নিতে ইচ্ছুক তাদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। ৯. এফডিসি, কক্সবাজার সমুদ্রসৈকত, সরকারি পর্যটনকেন্দ্রগুলোতে সিনেমা শুটিংয়ের জন্য ভাড়া অর্ধেক করতে হবে (পর্যটন মৌসুম ছাড়া)। ১০. এফডিসির ক্যামেরা, লাইট ভাড়া, এডিটিং ও অন্যান্য খরচ অর্ধেক করতে হবে। ১১. এফডিসি কেপিআই ভুক্ত এলাকা হওয়ায় এর ভেতর যে কোনো রকম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সব সমিতির নির্বাচন এফডিসিতে নিষিদ্ধ করতে হবে। ১২. এক মাসের মধ্যে প্রযোজক সমিতির সব মামলা প্রত্যাহার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ১৩. সিনেমাতে অগ্রিম অনুদান প্রথা বাদ দিয়ে, আলোচিত ও দর্শকনন্দিত সিনেমার প্রযোজককে ওই অর্থ অনুদান হিসেবে না বরং পুরস্কার হিসেবে দিতে হবে। বছরের হিট ৫ সিনেমার প্রযোজক ওই ওই পুরস্কার পাবেন। নতুন ও প্রতিভাবান ৫ জন পরিচালক আগের ন্যায় অনুদান পেতে পারে শর্ত সাপেক্ষে।

১৪. এফডিসিতে নিরাপত্তা বাড়াতে হবে এবং বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। বিটিভির মতো পাস সিস্টেম থাকতে পারে। ১৫. আমদানি করা সিনেমার ক্ষেত্রে কড়াকড়ি ও ট্যাক্স দ্বিগুণ করতে হবে এবং কোনো সিনেমা হল দেশি সিনেমা বাদ দিয়ে যেন আমদানি করা সিনেমা চালাতে পারবে না, এটি নিশ্চিত করতে হবে। ১৬. সিনেমা হল মালিকরা যাতে হল সংস্কার বা নির্মাণের জন্য একদম সহজ শর্তে ৪ শতাংশ হারে লোন পায় তা নিশ্চিত করতে হবে এবং ওই লোনের কিস্তি এক বছর পর থেকে নিতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/ADDDDDD.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]