বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১

শিরোনাম: ঢাবিতে গণপিটুনিতে নিহত তোফাজ্জল ছিলেন মানসিক ভারসাম্যহীন    রোহিত-কোহলিকে আউট করে ‘গালি’ খাচ্ছেন হাসান    ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ৫ লাখ, আহতরা পাবে ১ লাখ    হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশন টাইগারদের    যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে    সাবেক বিচারপতি মানিক আরেক হত্যা মামলায় গ্রেপ্তার    ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এবার মোদির পদত্যাগের ‘একদফা’ দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ‘একদফা’ দাবি নিয়ে সম্প্রতি মাঠে নামে বিরোধীরা। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ চাইলেন রাজ্যের নাগরিক সমাজের একাংশ। তাদের স্লোগান ‘দফা এক দাবি এক, নরেন্দ্র মোদির পদত্যাগ’।

গতকাল রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরে ঘটেছে এমনই ঘটনা। 

দলের ধরনা মঞ্চে তখন বসে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ জগন্নাথ সরকারসহ একাধিক প্রথম সারির নেতা। তাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটা বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায়।
 
এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবিতে ফের পথে নামে নাগরিক সমাজ। যে কর্মসূচিতে পা-মেলান টালিগঞ্জের বুদ্ধিজীবীদের একাংশ। দেখা যায় স্কুল পড়ুয়া, আরজি করের জুনিয়র চিকিৎসক এবং রূপান্তরকামীদেরও। তাদের সবার দাবি, ‘বিচার চায় আরজি কর’। কিন্তু সেই মিছিল ধর্মতলা পৌঁছতেই দাবি ওঠে মোদির পদত্যাগের।
 
বিজেপির মঞ্চ থেকে মাইকে বারবার বলা হচ্ছিল, ‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ’। তবে সেই স্লোগানের শেষ অংশে মমতার নাম উচ্চারণের আগেই মোদির পদত্যাগের দাবি করে নাগরিক সমাজের একাংশ। এই মিছিলে অংশগ্রহণকারী একাংশকে বিজেপির মঞ্চের দিকে আঙুল দেখিয়ে বলতে শোনা গেল, ‘এরাই ধর্ষক! বিলকিস বানু কাণ্ডে এরাই মালা পরিয়ে দোষীদের স্বীকৃতি দিয়েছে।’ 

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই নাগরিক সমাজের মিছিলকে ‘সিপিএমের দালাল’ বলে অভিহিত করা হয়েছে। প্রায় ৮-১০ মিনিট ধরে ধর্মতলা চত্বরে স্লোগান, পালটা স্লোগান চলে। আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়ায় দু’পক্ষ। সূত্র: ইটিভি ভারত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/ADDDDDD.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]