প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৪:৩১ পিএম | অনলাইন সংস্করণ
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে ঢাকায় ফিরে এসেছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার সঙ্গে ট্রেনার নিক লিও এসেছেন ঢাকায়।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ঢাকায় আসেন জাতীয় ক্রিকেট দলের কোচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটিতে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে চলে গিয়েছিলেন তিনি।
কোচিং স্টাফের বাকি সদস্যদের কয়েকজন আগেই এসেছিলেন। স্পিন বোলিং কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করা মুশতাক আহমেদ পাকিস্তান সফরেও একই ভূমিকায় থাকবেন। তার আশার কথা আজ। সহকারি কোচ নিক পোথাসও আসবেন এদিন।
পাকিস্তান সফর উপলক্ষে শনিবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। বিভিন্ন ধাপে চলবে টানা অনুশীলন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলায় শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান শুরুতে থাকছেন না ক্যাম্পে। ১২ অগাস্টের পর তারা দেশে ফিরে অনুশীলনের শেষ ধাপে যোগ দিতে পারেন।
২১ অগাস্ট রাওয়ালপিন্ডি ও ৩০ অগাস্ট করাচিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ।
এর আগে ৫ অগাস্ট দেশটিতে সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। তারা খেলবে দুটি চারদিন ও তিনটি একদিনের ম্যাচ। প্রথম চারদিনের ম্যাচ খেলতে ‘এ’ দলের হয়ে যাবেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক সহ টেস্ট স্কোয়াডের ৬ সদস্য।