বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৩ আশ্বিন ১৪৩১

শিরোনাম: বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক    সরকার থেকে ১০০ কোটি টাকা নিয়ে জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু    অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক রহমান    পদত্যাগ করেছেন কেজরিওয়াল    ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন জানে না সরকার    দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা    বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি: উপদেষ্টা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কাপাসিয়ার আনারস যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়
কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৭:৪০ পিএম | অনলাইন সংস্করণ

গাজীপুরের কাপাসিয়ার আনারস দেশজুড়ে সুপ্রসিদ্ধ যা স্বাদে-গন্ধে অতুলনীয়। এই ঋতুতে বাজারজুড়ে অন্য ফলের সাথে কাপাসিয়ার আনারসও আধিপত্য বিস্তার করছে।

উপজেলার বারিষাব ইউনিয়নের জলপইতলা বাজারে ভোর রাতে ফজরের আজান শোনার সাথে সাথেই ভ্যানগাড়ি, অটোরিকশা, সাইকেল ও মাথায় করে আনারস নিয়ে আসতে শুরু করে চাষিরা।
উপজেলার লোহাদি, বারাব, বীর উজলী, কেন্দুয়াব, বেলাশী, গিয়াসপর, ডুমদিয়া, বড়দিয়া, নরসিংহপুর প্রতিটি এলাকা থেকে প্রচুর আনারস আসে বাজারে। 



বাজারে আসা ভ্যানগাড়ি গুলোর সামনের দিক মাটিতে মুখ দিয়ে তার পিঠে রাখা আনারসকে ডিসপ্লের মতো করে সাজিয়ে রাখা হয়। যেন দূর-দূরান্ত থেকে ছোট-বড় আড়ৎদার ও পাইকারি-খুচরা ক্রেতারা এগুলো দেখে সহজে আকৃষ্ট হন। আর এখান থেকেই আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। গাড়িতে রাখা আনারস গুলো  সাইজ অনুযায়ি প্রতি পিস আনারস বড় ৩৫ থেকে ৪০ টাকা, মাঝারি ১৫ থেকে ২০ টাকা, ছোট সাইজের আনারস ৭ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। বাগান মালিক ও আড়ৎদারদের তথ্য মতে বাজারে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার পিস আনারস বিক্রি হয়। বাজারের ছোট বড় সব মিলিয়ে প্রায় ৪০/৪৫ জন আড়ৎদার আসেন বিভিন্ন এলাকা থেকে। যাদের কাছে বাগান মালিকগন তাদের আনারস বিক্রির জন্য দিয়ে থাকেন।

কালীগঞ্জের আড়তদার মো. তৈয়বুর রহমান বলেন, অন্য বছরের চেয়ে এবার আনারসের ফলন অনেক ভালো হয়েছে। আমরা ৩ মাস যাবৎ মৌসুমি এই সিজনের আনারস বিক্রি করছি, এবারের আনারসের স্বাধ-গন্ধ অনেক মজার এবং ক্রেতাদের চাহিদা অনেক হওয়াতে আমরা দামও ভালো পাচ্ছি। আমি প্রতিদিন জলপাইতলা বাজার থেকে আনারস ক্রয় করি।
ঢাকা থেকে আসা হৃদয় জানান, এ-ই বাজারে ভাল আনারস পাওয়া যায়, দামও কম। প্রতিদিন আমি খুব সকালে চলে আসি। আনারসের ফলন ভালো হয়েছে কিন্তু আনারস সংরক্ষণের অভাবে পচে যাচ্ছে। পুক্ত আনারস বেশি দিন বাগানে রাখা যায় না, বৃষ্টি হলে সেই আনারস বাগানেই পচে যায়। সে জন্য আনারস সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি।

কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর দৈনিক ভোরেরপাতাকে জানায়, উৎপাদন বৃদ্ধির লক্ষে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। কাপাসিয়া উপজেলায় ৪ শত ৫০ হেক্টর জমিতে আনারস চাষ হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে  ৪ হাজার ৯ শত ৫০ মেট্রিক টন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/ADDDDDD.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]