সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১

শিরোনাম: আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী    আজ সেই ভয়াল ২৯ এপ্রিল    ভারতের কাছে ধরাশয়ী বংলার নারীরা    তিনঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে    যুক্তরাজ্যের সফর স্থগিত করলেন এরদোগান    তীব্র তাপপ্রবাহে স্কুল-কলেজ বন্ধ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী    বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিসিবির এজিএমে টাকা শ্রাদ্ধ
জহির ভূঁইয়া
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৯:১৩ পিএম | অনলাইন সংস্করণ

বিসিবি মানেই টাকার খেলা, যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হবার জন্য নির্বাচনের আগে ইঁদুর দৌঁড় শুরু হয়। বিসিবির নির্বাচন নামের ইঁদুর দৌড়ে সবচেয়ে বড় অস্ত্র দেশজুড়ে ১৭০ জন কাউন্সিল । এ কাউন্সিলদের বছরে একবার খুশি রাখাই বিসিবির বোর্ড পরিচালকদের অন্যতম কাজ। খুশি রাখার উপলক্ষ্য হলো বিসিবি এজিএম। 



মূলত বিসিবির এজিএমে কাউন্সিলদের খুশি করার নামে টাকার শ্রাদ্ধ করা হয়। টাকার শ্রাদ্ধের এবারের এজিএম ৩১ মার্চ রোববার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে এখন চলছে ঈদ-ঈদ আমেজ। 

আসন্ন এই এজিএমের জন্য দুই দফায় বাজেট বাড়ানো হয়েছে পৌনে দুই কোটি টাকা। সব মিলিয়ে এজিএমের বাজেট দাঁড়িয়েছে পৌনে চার কোটি তথা ৩ কোটি ৭৬ লাখ টাকা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তৃতীয় মেয়াদের দ্বিতীয় এজিএম হতে যাচ্ছে এটি। সবশেষ এজিএম হয় ২০২২ সালে। এবারের জন্য প্রথম ধাপে বাজেট ধরা হয়েছিল ২ কোটি টাকা। তবে সবশেষ বোর্ড সভায় দ্বিতীয় ধাপে বাজেট বাড়ানো হয় আরও পৌনে ২ কোটি তথা ১ কোটি ৭৬ লাখ টাকা। বিসিবির অন্দর মহল থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে ভোরের পাতা। 

জানা গেছে, প্রথম ধাপে বোর্ড ২ কোটি টাকার অনুমোদন দেয়। তবে খরচ বেড়ে যাওয়ায় টাকার অঙ্ক প্রায় দ্বিগুণ করে পুনরায় বাজেট পাশ করা হয়। কিন্তু কোথায় খরচ বেড়েছে? বাজেটের বড় একটি অংশ বিসিবি খরচ করে কাউন্সিলরদের  পেছনে। ক্রিকেট বোর্ডের সব জেলা মিলিয়ে ১৭০ জন কাউন্সিলর আছেন। প্রত্যেককে নগদ ১ লাখ টাকা এবং সঙ্গে দেওয়া হবে একটি করে ইলেক্ট্রনিক গ্যাজেট। প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা করে নগদ দেওয়ার কথা থাকলেও সেটি আরও ৫০ হাজার বাড়ানো হয়। 
১৭০ জনকে ১ লাখ টাকা করে দেওয়া হলে সেখানে খরচ হবে ১ কোটি ৭০ লাখ টাকা। গ্যাজেটের পেছনেও খরচ হতে পারে প্রায় কোটি টাকা। তবে গ্যাজেটের ধরণের উপর নির্ভর করে এই খাতে টাকা বাড়তে পারে কিংবা কমতেও পারে। কাউন্সিলরদের যাতায়াত খরচও বহন করবে বোর্ড। কাউন্সিলরদের রাখা হবে পাঁচ তারকা হোটেলে। দূরবর্তী জেলার কাউন্সিলরদের দেওয়া হবে বিমান টিকিট। সব মিলিয়ে বিসিবির এজিএম যেন কাউন্সিলরদের জন্য ঈদের আগেই ঈদ উৎসব। প্রতিবারই নগদ অর্থের সঙ্গে থাকে দামি উপহার। এবারও তার ব্যতিক্রম নয়। এর আগের এজিএমে (২০২২) ছিল মুঠোফোন ও ৫০ হাজার টাকা। আর বিসিবির নির্বাচনের আগে হওয়া এজিএমে ছিল ল্যাপটপ ও ১ লক্ষ টাকা। গত ৯ মার্চ আসন্ন এজিএম আয়োজনের জন্য জরুরি বোর্ড মিটিং ডাকে বোর্ড। সেখানে বাজেটসহ যাবতীয় বিষয়াদির চূড়ান্ত  করেন বোর্ড পরিচালকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]