প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৯:০০ পিএম

মৌলভীবাজারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন নানা বয়সীর মানুষ। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও পরে শাহ্ মোস্তফা সড়কস্থ গণকবরে বুদ্ধিজীবীদের প্রতি সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এরপর একে একে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিট, জেলা বিএনপি, মৌলভীবাজার পৌরসভা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সমবায় অফিস, জেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১টায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় বক্তারা বলেন বলেন, বিজয়ের প্রাক্কালে মহান মুক্তিযুদ্ধের এই দিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদসহ সরকারি কর্মকর্তারা। সেই শ্রেষ্ঠ সন্তানদের এই আত্মত্যাগের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা থাকবে সবসময়। তাঁদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে সমাজ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।
আলোচনা সভায় মৌলভীবাজার জেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যগন, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাগন উপস্থিত ছিলেন।