প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৩:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
কাচ্চি ডাইন প্রেজেন্ট "গ্রিন লিফ এওয়ার্ড ২০২৪" এ জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে মনোনীত হয়েছেন শাহনুর।পুরো নাম সৈয়দা কামরুন নাহার (শাহনূর)
চট্টগ্রাম পাচ তারকা হোটেল রেডিশন ব্লু তে, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসারফ হোসাইন প্রধান অতিথি ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু সাহেব সহ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্যার ও একুশের পদকপ্রাপ্ত আজিজুল ইসলাম স্যার সহ অনেক গুনি ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন ও সম্মানিত হোন।
এক প্রতিক্রিয়ায় শাহনুর বলেন, আমি ভালো কাজের মধ্য দিয়ে এভাবে এগিয়ে যেতে চাই সবার ভালোবাসা নিয়ে।
উল্লেখ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক।বাবা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাফফর আলী, জন্ম ১০ই ফেব্রুয়ারি নড়াইল সদরে।
তিনি অভিনয় এর পাশাপাশি অনেকগুলো মানবিক সংগঠনে জড়িত শাহনুর ফাউন্ডেশন, প্রতিবন্ধী এবং পথশিশু বাচ্চাদের ব্র্যান্ড এম্বাসেডর, বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করেন তিনি। অসহায় নারী এবং শিশুদের জন্য কাজ করেন এছাড়া দেশের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন তিনি। প্রায় ৮০ টির মতো ছবি রিলিজ হয়েছে তার এবং প্রায় ৫০০ টির মত নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন।
উল্লেখযোগ্য কয়েকটি সিনেমার নাম :জিদ্দি সন্তান, হিরো নাম্বার ওয়ান, শেষ যুদ্ধ, এরই নাম ভালোবাসা, কারাগার, হাজার বছর ধরে, নয়ন ভরা জল, সাহসী মানুষ চাই, রাজধানী হৃদয় থেকে পাওয়া, প্রেম সংঘাত, রাজা বাবু, বসন্ত বিকেল, স্বপ্নের ভালোবাসা, স্বপ্নের বাসর, প্রেম প্রীতির বন্ধন, মায়ের জন্য যুদ্ধ, মা আমার বেহেস্ত।