শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪ আশ্বিন ১৪৩০

শিরোনাম: নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৩    ভারত বিশ্বকাপে নাশকতার হুমকি    ৫০০ শয্যা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি    খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র হয়ে আইন মন্ত্রণালয়ে    আ.লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী    মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির    মহানবী (সা.)’র আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা ও শান্তি নিহিত: প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নবীনদের আগমনে মুখরিত নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ
জান্নাতী বেগম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৬ পিএম | অনলাইন সংস্করণ

প্রতিবারের মতো এবারও নবীন শিক্ষার্থীদের আগমন ঘটেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। ৫ই সেপ্টেম্বর কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ যাত্রা শুরু হয়। আগের দিন অর্থাৎ ৪ই সেপ্টেম্বর থেকেই নবীনদের পদচারণ দেখা গিয়েছিলো ক্যাম্পাসে। এ যেনো বাবা-মা প্রিয়জনদের ছেড়ে স্বপ্ন পূরণের জন্য এক নতুন যাত্রা।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দিন সকালে থেকেই নতুন শিক্ষার্থীদের দেখা যায়। কেউ একা এসেছে, কেউ কেউ আবার সাথে  নিয়ে এসেছে তাদের অভিভাবককে।

অনুষ্ঠানের শুরু হওয়ার পর ২৪টি বিভাগের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।পরবর্তীতে তাদের নিজ নিজ বিভাগ থেকে প্রাতিষ্ঠানিক ক্যালেন্ডার,কলম, এবং  ডায়েরি দিয়ে বরণ করা হয়।

নবীন শিক্ষার্থীদের সকলের চোখে ছিলো খুশির আমেজ। দীর্ঘ বারো বছরের অক্লান্ত পরিশ্রম এবং স্বপ্নের পূর্ণতা যেনো খুশির আমেজকে শতগুণ বাড়িয়ে  তুলেছে।



নবীন শিক্ষার্থীদের আগমন ক্যাম্পাসকে যেনো এক  নতুন রূপ দান করেছে।বিকাল থেকে দেখা যায় নবীনদের আনাগোনা। ক্যাম্পাসের নজরুল ভাস্কর্য, বঙ্গবন্ধু ভাস্কর্য, জয়বাংলা ভাস্কর্য, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, খেলার মাঠে এবং জয়ধ্বনি মঞ্চের পাশে তাদের আড্ডা দিতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন চায়ের দোকান যেমন-কলাবাগান, জ্ঞানের গলি, চিকনার মোড়, বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় গেইট সহ সর্বত্রই তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আড্ডায় ইমিডিয়েট সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে পরিচয় পর্ব চলে। পাশাপাশি আড্ডা, গান, গল্প তো আছেই।

ক্যাম্পাসে আসার অনুভূতি জানতে চাইলে  ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের নবীন শিক্ষার্থী মারিয়া ভুঁইয়া বলেন,"  পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা প্রায় প্রতিটি শিক্ষার্থীরই স্বপ্ন। আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। প্রথম যেদিন এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি, এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, নির্মলতা,নির্জনতা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। এই বিশ্ববিদ্যালয়টি বরাবর ই আমার কাছে একটু বেশি আবেগের! কারণ আমার প্রিয় কবি" কাজী নজরুল ইসলাম "এর নামে এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য "বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব" হলটি দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়! ভবিষ্যৎে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়টি শুধু জাতীয় পর্যায়েই নয় আন্তর্জাতিক পর্যায়েও আরো বেশি খ্যাতি অর্জন করবে বলে আমি আশাবাদী।"

নবীনদের মধ্যে আরেকজন  ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী  মো:আসাদুল্লাহ আল গালিব তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুভূতি জানিয়ে বলেন, "ভর্তি যুদ্ধ পার করার পর যখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলাম,আমার হয়েছে আমি এখন সবচেয়ে সুখী মানুষ। 

তারপর ক্যাম্পাসে এসে নতুন জায়গা,নতুন পরিবেশ,নতুন বন্ধুবান্ধব,বড় ভাই আপুদের সাথে সময় কাটানো সবকিছু মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা। ভালো লাগার পাশাপাশি বাসা ছেড়ে এতো দূরে আসার বিষাদও কাজ করছে।সব মিলিয়ে এ এক অন্য অনুভূতি যা লিখে প্রকাশ করা অনেক কষ্টসাধ্য।"

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
http://dailyvorerpata.com/ad/apon.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]