রোববার ৮ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৭
কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৩ পিএম | অনলাইন সংস্করণ

কক্সবাজার শহরের নাজিরারটেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতের সরদার মোঃ মঞ্জুর আলম মঞ্জুসহ সাতজন ডাকাত দলের সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫।এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

রবিবার দুপুর ১২ টার দিকে র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ.এম সাজ্জাদ হোসেন।

এসময় তিনি জানান গতরাত ১০ টার দিকে গোপন সংবাদে জানতে পারে  শহরের নাজিরারটেকের মোস্তাক বাজারের ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ১০-১২ জন ডাকাতদলের সদস্যরা অবস্থান করছে।সাথে সাথে র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে ডাকাত দলের সর্দার মঞ্জুসহ সাতজনকে আটক করতে সক্ষম হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।অভিযানে ৩টি দেশীয় তৈরী বন্দুক,৪ রাউন্ড কার্তুজ,৩ রাউন্ড এ্যামুনিশন,০২টি কিরিচ, ০২টি সুইচ গিয়ার চাকু, ০২টি টর্চ লাইট এবং ০৭টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতদলের সদস্যরা হলেন মহেশখালী কুতুবজোনের মৃত বাহাদুর মিয়ার ছেলে মোঃ মঞ্জুর আলম (৩৮), কুতুবদিয়া ইয়ার মোহাম্মদের ছেলে মোহাম্মদ রাশেদ(২৭),মৃত সামছুল আলমের ছেলে মকছুদ আলম(৩২), পেকুয়ার ছৈয়দুল করিমের ছেলে মোঃ তোফায়েল(২১),চকরিয়া মোঃ বদিউল আলমের ছেলে মোঃ দীদার (৩০),চট্টগ্রামের বাঁশখালীর মোঃ আবু তাহেরের ছেলে মোঃ বাহার উদ্দিন বাহার (৩২),হাটহাজারীর মৃত ইছহাকের ছেলে  ইকবাল হোসেন(৩৫)। 

এসময় র‌্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানান ডাকাতদলের সর্দার মঞ্জুর বিরুদ্ধে ইতোমধ্যে ৯টি মামলা রয়েছে। আটককৃত ডাকাতদলের সদস্যরা ৮-৯ বছর ধরে সর্দার মঞ্জুর নেতৃত্বে সাগরে ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। তারা প্রতি ১-২ সপ্তাহ পরপর নদী ও সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের অস্ত্র-শস্ত্রের ভীতি প্রদর্শনসহ ট্রলারে ডাকাতি করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ডাকাত সর্দার মঞ্জু সরাসরি সমুদ্রে না গিয়েও ডাকাতির কাজে নেতৃত্ব দিয়ে থাকে এবং তার পরিকল্পনা মোতাবেক ট্রলারে ডাকাতির ঘটনাগুলো সংঘঠিত হয়। তার অনুপস্থিতিতে চক্রের ২য় কমান্ড হিসেবে ডাকাত মাহাবুর ডাকাত দলটির নেতৃত্ব দিয়ে থাকে বলে জানা যায়। 

উল্লেখ্য, গত রাতে ডাকাত দলটি একত্রে সমবেত হয়ে পরস্পর জ্ঞাতসারে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির পরিকল্পনায় বরাবারের মতো প্রধান ভূমিকায় ছিল এই মঞ্জু ডাকাত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]