প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০০ পিএম আপডেট: ০৩.০৯.২০২৩ ১০:২৬ পিএম | অনলাইন সংস্করণ

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড়। প্রতিবছর বিশ্ব ইজতেমার আগে জোড় অনুষ্ঠিত হয়। সা’দপন্থীদের আবেদনের ভিত্তিতে জোড় এর প্রথম পর্ব এটি। পরে অনুষ্ঠিত হবে জোবায়েরপন্থীদের জোড়।
আজ রবিবার (৩ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর পুলিশ লিখিতভাবে এই অনুমতি দেয়।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলিগের মূলধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের প্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো।
প্রতিবছর ডিসেম্বরের থেকে জানুয়ারির মধ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম দুই পর্বে অংশগ্রহণ করে। সারা বিশ্বের লাখ লাখ মুসুল্লি ইজতেমায় আসে। দেশি-বিদেশি মেহমানদের অংশগ্রহণে বিশ্ব তাবলিগ জামাত এই ইজতেমার আয়োজন করে।
এই আয়োজনে বাংলাদেশ সরকার সব দিক থেকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকে।