প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৯:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রায়গঞ্জ বাজার থেকে চরঘোড়ামারা চৌরাস্তা পর্যন্ত ১ কিলোমিটার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।
সোমবার (২৮ আগষ্ট) সরেজমিনে গিয়ে জানা গেছে আইআরডি প্রকল্পের আওতায় ৮৪ লাখ ১৬ হাজার ৫৯৯ টাকা ব্যয়ে রায়গঞ্জ বাজার থেকে চরঘোড়ামারা চৌরাস্তা পর্যন্ত ১ কিলোমিটার সড়কের নতুন করে নির্মাণের কর্যাদেশ পায় ঈশ্বরগঞ্জ উপজেলার ঠিকাদারী প্রতিষ্টাণ পিএইচ এন্টারপ্রাইজ। গত বছরের ১লা ডিসেম্বর কাজ শুরুর কথা থাকলেও সময়ে কাজ শুরু করা হয়নি।
চলতি বছর জুন মাসে কাজ শেষ করার কথা থাকলেও তা এখন পর্যন্ত শেষ হয়নি। দশ ফুট প্রস্থের এই সড়কের নিচে প্রথমে ১০ ইঞ্চি বালু, ৬ ইঞ্চি বালু-সুড়কির মিশ্রণ ও শেষে ৬ ইঞ্চি সলিড সুরকি দেয়ার কথা রয়েছে।
স্থানীয়রা জানান বালুর পরিবর্তে দেওয়া হয়েছে ভিটবালু, রাবিশ মিশ্রিত নিন্মমানের ইটের খোয়া।
সিংজানী গ্রামের আরশাদ আলী জানান সড়ক নির্মাণের শুরু থেকেই নিন্মমানের কাজ করছে ঠিকাদার তদারকির দায়িত্বে কাউকে দেখিনি ঠিকাদারের ইচ্ছেমতে কাজ করে যাচ্ছে ঠিকাদার।
চরঘোড়ামারা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন আমাদের গ্রামের দীর্ঘদিনের দাবী ছিল এই রাস্তাটি পাকা করণের কিন্তু সংগ্রামের পরে আর এই রকম কাজ চোখে দেখিনি এই ভাবে রাস্তাটা করলে কয়দিন যাইবো। রাতের বেলায়ও কাজ করে ঠিকাদারের লোকজন নির্মাণের শুরু থেকে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করে যাচ্ছে ঠিকাদার।
এবিষয়ে পি এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আল আমিন সাংবাদিকদের জানান এক গাড়ী নিন্মমানের মাল চলে গিয়েছিল তা পরে ফেরত নেওয়া হয়েছে তবে পানি দিলেই ঠিক হয়ে যেত। উপজেলা প্রকোশলী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব জানান সড়কটিতে নিম্মমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি জানার পর ঠিকাদরকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।