শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ ২৩ অগ্রহায়ণ ১৪৩০

শিরোনাম: বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো: প্রধানমন্ত্রী    ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪    পতাকাবিহীন গাড়িতে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী    যোগদানের ২৫ দিনের মাথায় বদলি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ওসি হাবিল    স্বতন্ত্র প্রার্থীর কাছে ৪৮ নৌকার মাঝি ধরাশায়ী!    নিষেধাজ্ঞায় পড়লে পণ্য না নেওয়ার শর্ত প্রসঙ্গে যা বলল বিজিএমইএ    রাষ্ট্রপতির কাছে ৪ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ অনিশ্চিত!
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৯:৩৮ পিএম | অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে এবার ৮২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে রয়েছে হতদরিদ্র পরিবারের ১১ জন অদম্য মেধাবী শিক্ষার্থী। দারিদ্রের চরম কষ্ট সহ্য করে, নানা বাধা-বিপত্তি ও সমস্যাকে ডিঙ্গিয়ে তারা এই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছে। তবে এরা অনেকেই আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষা গ্রহন করতে পারবে না বলে তাদের পারিবারিক সূত্রে জানাগেছে। 

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের প্রদত্ত সূত্রমতে, এরা হলো ধানগড়া উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী নূপুর খাতুন। সে পৌর এলাকার ধানগড়া মহল্লার মৃত আব্দুল মান্নানের মেয়ে। 

চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছালমা খাতুন। সে চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের ফজলুর রহমানের মেয়ে।

ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রী রুমিয়া খাতুন। সে ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা নতুনপাড়া গ্রামের আব্দুল কাদের শেখের মেয়ে। 

নিমগাছি বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী সূচনা রাণী। সে সোনাখাড়া গ্রামের সত্য কুমার রবিদাশের মেয়ে।

শালিয়াগাড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া খাতুন। সে ধামাইনগর ইউনিয়নের বাকাই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। 

সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র ছাদেকুল ইসলাম শ্রাবণ। সে ঘুড়কা গ্রামের  রফিকুল ইসলামের ছেলে। 

সুবর্ণগাঁতী উচ্চাবিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মাখদুর মিয়া। সে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের সুবর্ণগাঁতী গ্রামের মৃত আব্দুল কাইয়ুম মিয়া ছেলে। 

গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ফাতেমা খাতুন। সে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের আল-আমিন ভূঁইয়ার মেয়ে। 

নান্দিনা রশিদিয়া দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র আব্দুল ওয়াদুদ খান। সে নলকা ইউনিয়নের তিন নান্দিনা গ্রামের মাহমুদুল আলম খানের ছেলে। 



সলঙ্গা ফাজিল মাদ্রাসার ছাত্র আব্দুল হালিম। সে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের শামছুদ্দোহার ছেলে। 

নলকা মডেল হাইস্কুলের ছাত্রী কামরুন নাহার। সে কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী গ্রামের মৃত অছিমুদ্দিনের মেয়ে। 

এরা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হতদরিদ্র পরিবারের সন্তান। 

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাষ্টে থেকে হতদরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা আছে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হয়। এছাড়াও এসকল সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সমাজের বিত্তবান হৃদয়বান ব্যক্তি ও সংস্থার এগিয়ে আসা উচিৎ বলে তিনি মন্তব্য করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
http://dailyvorerpata.com/ad/apon.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]