প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৫:২৪ পিএম | অনলাইন সংস্করণ

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের মানুষ সঠিক ইতিহাস জানে। এ কারণে তারা বিএনপিকে ভোট দেবে না। বিএনপি দেশ ও জনগণকে ভালোবাসলে নির্বাচনে এসে প্রমাণ করুক।
মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস স্মরণে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমানকে গ্রেনেড হামলার আসামি বানানো নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি। বিএনপির মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক হতে হবে।
আনিসুল হক বলেন, ২১ আগস্ট বিকেলে নারকীয় সে হামলার পর বিএনপি-জামায়াত জোট সরকার যেসব বৈরী আচরণ করে তা ইতিহাসে বিরল। যদিও এখন দায় এড়াতে বিএনপি মিথ্যাচার করছে।
আইনমন্ত্রী বলেন, ৭৫-এর অসমাপ্ত কাজ খুনিরা ২০০৪ সালে করার চেষ্টা করেছিল। ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তও করতে চায়নি বিএনপি সরকার; তারা পুরো ঘটনা নিয়ে নাটক রচনা করেছিল।
ভোরের পাতা/কে