অবশেষে সেই সাবিনার পদোন্নতি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৬:০১ পিএম | অনলাইন সংস্করণ
দৈনিক ভোরের পাতায় গত ৩০ আগস্ট ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরে শাস্তিযোগ্য অপরাধ করেও সাবিনার পদোন্নতি!’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর সেই সাবিনার পদোন্নতি বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাষ্ট্রপতির অনুমতিক্রমে রোববার মন্ত্রণালয়ের উপসচিব সারা দিবা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি পদোন্নতি পাওয়া অধিদপ্তরের পরিচালক সাবিনা পারভীনের পদ বাতিল করে তাকে পূর্বের পদ ও নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
এ সিদ্ধান্তকে দায়িত্বশীল একটি প্রশাসনিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিভাগীয় মামলা ও নানা অনিয়ম থাকার অভিযোগ সত্ত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক পরিচালকের পদোন্নতি বাতিল করা হয়েছিল। সম্প্রতি পদোন্নতি পাওয়া অধিদপ্তরের পরিচালক সাবিনা পারভীনের পদ বাতিল করে তাকে পূর্বের পদ ও নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
অবশেষে সেই সাবিনার পদোন্নতি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব সারা দিবা স্বাক্ষরিত নতুন আদেশে সাবিনা পারভীনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত উপপরিচালক (লিড রিজার্ভ) দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি তাকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে চিঠি দেয়া হলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিদের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। গেলো সপ্তাহে ভোরের পাতাসহ বিভিন্ন দৈনিকে গুরুত্বসহকারে এই অনিয়মের খবর প্রকাশ হলে মন্ত্রণালয়ের টনক নড়ে।
এসময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্বশীল সচিব মো. আজিজুর রহমান সংবাদ মাধ্যমকে এড়িয়ে চললেও বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ ও সাবিনার বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালককে এবিষয় সিদ্ধান্তের নির্দেশনা দেয়া হয়। সাবিনার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো খতিয়ে দেখার এবং বিভাগীয় মামলার বিষয় গুরুত্ব দিয়ে তার পদোন্নতি বাতিল করা হয়।