শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ ২৩ অগ্রহায়ণ ১৪৩০

শিরোনাম: বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো: প্রধানমন্ত্রী    ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪    পতাকাবিহীন গাড়িতে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী    যোগদানের ২৫ দিনের মাথায় বদলি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ওসি হাবিল    স্বতন্ত্র প্রার্থীর কাছে ৪৮ নৌকার মাঝি ধরাশায়ী!    নিষেধাজ্ঞায় পড়লে পণ্য না নেওয়ার শর্ত প্রসঙ্গে যা বলল বিজিএমইএ    রাষ্ট্রপতির কাছে ৪ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করবে এফবিসিসিআই: মাহবুবুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১০:১৫ পিএম | অনলাইন সংস্করণ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি প্রার্থী মো. মাহবুবুল আলম বলেছেন, ‘আমি সভাপতি নির্বাচিত হলে ঢাকায় দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ করা হবে। আমি দায়িত্ব নিয়ে কাজ শুরু করতে না পারলেও অন্তত ভিত্তিপ্রস্তর স্থাপন করব।’ 

আজ শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, সহযোগী ওষুধ ব্যবসায়ী ও অন্যান্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে এফবিসিসিআই নির্বাচন ২০২৩-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আপনারা আমাদের প্যানলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চট্টগ্রাম চেম্বারের বয়স ১১৭ বছর। সেখানে অনেক দিন কাজ করেছি। এবার এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে কাজ করতে চাই।’ 



তিনি বলেন, ‘২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাদের ইশতেহার বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। আমরা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য কাজ করতে চাই।’

একই অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘প্যানেলটা এফবিসিসিআইয়ের সকল সাবেক সভাপতির প্যানেল। আমি মনে করি বেস্ট প্যানেল। আমি দায়িত্ব নেওয়ার পর গত দুই বছর স্বাধীনতার ৫০ বছর উদযাপন ও বাংলাদেশকে প্রমোট করার সুযোগ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আজকের এফবিসিসিআই সবার শ্রমে ঘামে এ পর্যন্ত এসেছে। নির্বাচন পদ্ধতি পরিবর্তন হওয়ার দরকার। অনেক গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধি নেই। আবার অনেক খাত থেকে বেশি প্রতিনিধি। আমরা অনেক পণ্য রপ্তানি করি। তাদের থেকে প্রতিনিধি নিতে হবে। মাহবুব ভাই এই কাজগুলো করবেন বলে আশা করছি।’

জসিম উদ্দিন বলেন, ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে যাওয়ার জন্য এটা ছোট বড় সবার প্রতিনিধিত্ব করার সংগঠন। ছোট-বড় সব উদ্যোক্তার জন্য কাজ করবে এফবিসিসিআই। আপনাদের বিবেক আছে, সঠিক নেতৃত্ব নির্বাচন করবেন। আমার দরজা সবার জন্য খোলা রেখেছি। বেস্ট বাংলাদেশ গড়তে এফবিসিসিআই ও সার্ক চেম্বার যৌথভাবে কাজ করবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
http://dailyvorerpata.com/ad/apon.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]