মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ আশ্বিন ১৪৩০

শিরোনাম: নাগোরনো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহত ২০    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩    শপথ নিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান    খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী    ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নতুন নির্দেশনা দিলো ইসি    বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম কাদেরের    খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ২০২ কোটি টাকার বাজেট ঘোষনা পৌর মেয়রের
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৯:৩৪ পিএম | অনলাইন সংস্করণ

চলমান উন্নয়ন বজায় রাখা ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য দুইশত ২ কোটি ৯৬ লক্ষ ৬৩ হাজার ৫৭৯ টাকার বাজেট ঘোষণা করেছে মৌলভীবাজার পৌরসভার। বুধবার (৫জুলাই) সকালে পৌরসভার হল রুমে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। 

প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে আমিনুল ইসলামের স ালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, নাহিদ হোসেন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জল চন্দ্র দেবসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সূধীজন।
বাজেট ঘোষণা শেষে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র। তিনি জানান, বাজেটে সড়ক উন্নয়ন, দারিদ্র, দুর্যোগ, আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে, পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরণ, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি সরবরাহ বাবদ বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়া মনু নদীকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়ে মেয়র ফজলুর রহমান বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে পৌরসভার দায়িত্ব গ্রহণ করে, ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তা পরিশোধ করেছি। 

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৫ কোটি ৮৩ লক্ষ ১৩ হাজার ৯৯৬ টাকা । এর মধ্যে ১৪ কোটি ৩ লক্ষ ২১ হাজার ১১৬ টাকা ব্যয় ধরা হয়েছে, এবং অন্যান্য সূত্র থেকে রাজস্ব ধরা হয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৯২ হাজার ৮৮০ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১৮৬ কোটি ৭ লক্ষ ১৩ হাজার ৪৩৩ টাকা। সর্বমোট উদ্বৃত্ত থাকবে (রাজস্ব-মুলধনী) ১,৮৯৭৯,২৯ টাকা।

গত অর্থবছরে (২০২২-২৩) ২শত ৬০ কোটি ১৫ লক্ষ ৪৪ হাজার ৫শত ৮৭ টাকার বাজেট ঘোষণা করেছিল মৌলভীবাজার পৌরসভা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
http://dailyvorerpata.com/ad/apon.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]