প্রকাশ: রোববার, ২৫ জুন, ২০২৩, ৯:১৭ পিএম | অনলাইন সংস্করণ

চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার। আগামী একবছর তিনি এ দায়িত্ব পালন করবেন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একইদিন তোফাজ্জল হোসেনকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৪ জুলাই থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
পরে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হন তোফাজ্জল হোসেন মিয়া।