প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৬:০৮ পিএম | অনলাইন সংস্করণ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে রাজধানী ঢাকায় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা জামায়াত এ সমাবেশ করে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি পেল জামায়াত
শনিবার দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশ শুরু হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মোবারক হোসাইন।
সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান লিখিত বক্তব্য পাঠান। উপস্থিত নেতা-কর্মীদের বক্তব্য পড়ে শোনান অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
ইনস্টিটিউশনের মিলনায়তন ও ইনস্টিটিউশনের চত্ত্বরে জায়গা না হওয়ায় মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় নেতাকর্মীরা অবস্থান নেন।