প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ১০:১২ পিএম আপডেট: ২৯.০৫.২০২৩ ২:৩৮ এএম | অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে স্মার্ট ভূমি অফিস বিনির্মাণে ‘ক্যাশলেস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডক্টর মো. জাহিদ হোসেন পনির, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মো. রেজাউল কবীর, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামান প্রমুখ।
ভূমি মন্তওণালয় ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ওই কর্মশালায় ভূমিসেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্মার্ট ভূমি অফিস বিনির্মাণ ও ভূমি সেবা সহজিকরণে অনলাইনে ই-নামজারি, হোল্ডিং নম্বর এন্ট্রি,অনলাইনে খাজনা পরিশোধ সহ নানাবিধ বিষয় সমূহ হাতে কলমে শেখানো হয়।এতে ভূমি সংক্রান্ত অংশীজনরা অংশ নেন।