প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৮:৩৮ পিএম আপডেট: ১১.০৪.২০২৩ ৮:৪২ পিএম | অনলাইন সংস্করণ

সরকারের সিদ্ধান্ত মেনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয় দৈনিক ভোরের পাতা থেকে নিরবচ্ছিন্নভাবে প্রচারিত ভোরের পাতা সংলাপটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক চিঠিতে মুদ্রিত সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়া হিসেবে অনুমোদিত গণমাধ্যমে ভিজ্যুয়াল মিডিয়ার মতো সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি প্রচার বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে।
সরকারি এ নির্দেশনাকে আমলে নিয়ে দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি অনলাইনে লাইভ স্ট্রিমিং ভোরের পাতা সংলাপটি বন্ধের ঘোষণা দিয়েছেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসাবে নিজ জেলায় অবস্থান করা ড. কাজী এরতেজা হাসান এ প্রসঙ্গে বলেন, দর্শক ও পাঠক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ভোরের পাতা সংলাপ। মঙ্গলবারও ভোরের পাতা সংলাপের ১০৩৪ তম পর্ব প্রচারের কথা ছিল। কিন্তু সরকার যে নির্দেশনা দিয়েছে, সেটি মেনেই বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে সাউথ ওয়ের্স্টান মিডিয়া গ্রুপের একটি স্যাটালাইট টেলিভিশনের নিবন্ধন পাওয়ার কথা রয়েছে। সেটি হলে আবারো ভোরের পাতা সংলাপ নিয়মিতভাবে চালু করা হবে।
উল্লেখ্য, করোনাকালীন সময় থেকে অনলাইন প্লাটফর্মে ভোরের পাতা সংলাপে দেশবরেণ্য নানা পেশার মানুষজন অংশ নিয়ে অনুষ্ঠানটিকে একটি অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন।
উল্লেখ্য, র্দীঘ ১৯ বছর সুনামের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দৈনিক ভোরের পাতা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।