প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১১:৩৮ পিএম | অনলাইন সংস্করণ

আজকের ভোরের পাতা সংলাপের আলোচ্য বিষয়বস্তু ষড়যন্ত্র রুখে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যারা তরুণ আছি তারা যতক্ষণ পর্যন্ত বলীয়ান আছি ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রকারীরা আর উঠে দাড়াতে পারবে না এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করবই।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯৫৬তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত-তূর্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দিকনির্দেশনা ছিল সেগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন করেই বাংলাদেশকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে দেশ যখন উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, স্মার্টের পথে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা গুজব ছড়াচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নেই, তারা এখন ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। আমি বিশ্বাস করি আমরা যারা তরুণ আছি তারা যতক্ষণ পর্যন্ত বলীয়ান আছি ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রকারীরা আর উঠে দাড়াতে পারবে না এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করবোই।