প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২, ৮:৫১ পিএম | অনলাইন সংস্করণ

ভারত সরকারের প্রস্তাবে জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক যোগ দিবস বেশ উৎসাহের সাথে এবার পালিত হলো শ্যামনগররে রাজা প্রতাপাদিত্যের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির শক্তিপীঠে।
ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি আয়োজিত ৮ম বর্ষের অনুষ্ঠানের জমকালো আয়োজনে আজ বুধবার (২২ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রায় ২শত পুরুষ-মহিলা এই আয়োজনে অংশ গ্রহন করেন।
ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষের উদ্যোগে বিভিন্ন প্রকার যোগ ব্যায়াম প্রদর্শন করা হয়।
এ আয়োজনের সর্বাত্মক সহযোগিতা করেন পবিত্র মন্ডল এবং কর্ণ বিশ্বাস কেডি। ডা. সুব্রত ঘোষ বলেন, শরীরকে সুস্থ ও নীরোগ রাখতে যোগ ব্যায়াম সর্বোৎকৃষ্ট পন্থা। আমাদের সকলেরই সুস্থ থাকতে প্রতিদিনই সাধ্যানুযায়ী কিছু না কিছু যোগ ব্যায়াম করা উচিত। আগামীতে সমগ্র সাতক্ষীরা ব্যাপী যোগের আয়োজন করা হবে।