প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২, ৩:২২ পিএম আপডেট: ১১.০৬.২০২২ ৩:২৪ পিএম | অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিমানবন্দর এলাকায় পারাবত এক্সপ্রেসের দুটি বগিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান, রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশনের আউটারে পৌঁছালে পাওয়ার কারে আগুন লাগে। এরপর চালক ট্রেনটি থামিয়ে দেন। আগুন লাগা তিনটি বগি আলাদা করা হয়। আতঙ্কিত যাত্রীরাও ট্রেন থেকে নেমে পড়েন। খবর পেয়ে কুলাউড়া ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।