
চট্রগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ বাবু এবার চালু করলেন "ফ্রি শিশু মার্কেট"।
ঈদের আগ মুহূর্তে চালু করা এই ফ্রি শিশু মার্কেটে পাওয়া যাচ্ছে টিশার্ট,লুঙ্গী,পাঞ্জাবী,পায়জামা,শার্ট,জুতা,খেলনা সহ ইত্যাদি।
গতকাল একদিনে ১'শ শিশু ও গরিব-দুঃখী মানুষের মাঝে বিনামূল্যে ঈদ পোশাক বিতরন করেছেন তিনি।
ঈদগাহ কাঁচা রাস্তা ঝর্নাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, টেবিলের উপর সাজানো হয়েছে ফ্রি শিশু মার্কেট।পোশাক ও গরীব-দুঃখীদের সব কিছুই পাওয়া যাচ্ছে।জানতে চাইলে রুবেল আহমেদ বাবু বলেন ঈদে নতুন কাপড় ও খেলনা পেয়ে সবচেয়ে বেশী আনন্দ পায় শিশুরা। বিশেষ করে পথ শিশুরা একটি পোশাক পেলে অনেক খুশী হয়।
এতে উপস্থিত ছিলেন,চট্রগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মাসুদ খাঁন,স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম রুবেল,নাছির উদ্দীন,আশরাফুল হক পাপ্পু,শাহরিয়ার সেতু,শফিকুল ইসলাম,আহসানুল হক পিয়াল,রিয়াদ হোসেন,মিজানুর রহমান লিটন,মাহবুব আলম,ইকবাল হোসেন খোকন,মোঃ আলাউদ্দিন,
আরো উপস্থিত ছিলেন,মহানগর যুবলীগ নেতা হুমায়ুন ছগির মোহন,আবু সুফিয়ান,মাকসুদুর মাসুদ,শরীফুল ইসলাম বাবু,সাদ্দাম হোসেন।
আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক অরভিন সাকিব ইভান,ইয়াছিন আরাফাত দিপু,আইন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন শিমুল,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য মোঃ হারুনুর রশিদ নোবেল,প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সায়মুল আজম সজিব,পাহাড়তলী থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল কাদের সুজন,জহিরুল ইসলাম মিজান,হালিশহর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদ গনি,শাহরিয়ার হাসান সাঈম,মোঃ হাসান উল্লাহ,মোঃ ইফতেখার,মোঃ জিসান,মোঃ শাওন সহ নেতৃবৃন্দ।