প্রকাশ: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩১ পিএম | অনলাইন সংস্করণ

শ্রীনগরে আমের মুকুলে ঢাকা পড়ছে গাছ। গ্রামগঞ্জের রাস্তাঘাট, বসতবাড়ির উঠোন কিংবা আম বাগান মুকুলে মুকুলে ছেয়ে যাচ্ছে ডালপালা। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করার পাশাপাশি মধু মাসের আগমী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। সেই মুকুলের সুমসিত পাগল করা ঘ্রাণ মানুষের মনে দোলা দিচ্ছে।
দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানে দেশী জাতের বিভিন্ন আম গাছগুলোতে মুকুলের সমারোহ। কোন কোন গাছে মুকুলের ভাড়ে ডালপালা নিচের দিকে নেমে এসেছে। মাঘের হিমেল বাতাসে মুকুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারদিকে। মুকুলের ছড়ায় ছড়ায় মৌ-মাছির দল মধু আহরণে ছুটাছুটি করছে। আগামী কয়েক দিনের মধ্যে সব আম গাছ মুকুলে ছেয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, এরই মধ্যে গেল বৃষ্টির ¯œানে গাছের ডালপালা ও পাতায় জমে থাকা ধূলোবালি ধুয়ে মুছে আম গাছগুলো আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। মুকুলের ছড়ায় থোকায় থোকায় আগাম আমের গুটি আসতে শুরু করছে। পোকা মাকলের হাত থেকে আম রক্ষায় গাছে স্প্রে করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, পোকা মাকরের আক্রমণ থেকে রক্ষা পেতে মুকুলে আমের গুটি আসার পরেই গাছে দুই বার ছত্রানাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আমের গুটি ঝড়ে পড়া বন্ধের পাশাপাশি এসব আমে পোকা হবে না। আমের আশানুরূপ ফলনও পাওয়া যাবে।