প্রকাশ: রোববার, ১৬ জানুয়ারি, ২০২২, ৬:৫১ পিএম | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কমিশনে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। সেই সঙ্গে ধারণা করা হচ্ছে, ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা। এ সময় কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবীর খোন্দকার বলেন, নারায়ণগঞ্জে সব শ্রেণি পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা নমনীয় থাকায় কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রার্থী বা ভোটার আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। রিটার্নিং অফিসার এবং কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ৫০ শতাংশ বা তার কাছাকাছি ভোট কাস্টিং হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। ইতোমধ্যে ভোট গণনা শুরু করেছে নির্বাচন কমিশন।
ভোরের পাতা/কে