প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
দুর্নীতি দমন কমিশনে (দুদক) চলমান ৪১ জন এমপি ও মন্ত্রীর দুর্নীতি অনুসন্ধানে তাদের পরিবারের সদস্য ও সম্ভব্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। একইসাথে ৪১ এমপি-মন্ত্রীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।
বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ এ নিষেধাজ্ঞা দেন।
ওই ৪১ জন মন্ত্রী-এমপির মধ্যে অনেকে বর্তমানে জেলে রয়েছেন। অনেকে পলাতক, আবার অনেকে এরমধ্যে দেশ ছেড়ে ধরা-ছোঁয়ার বাইরে। তবে যারা এখনও গ্রেপ্তার হননি সেই সব মন্ত্রী-এমপি কিংবা তাদের পরিবার যাতে দেশত্যাগ করতে না পারে সেই উদ্যোগ নিয়েছে দুদকের অনুসন্ধান কর্মকর্তারা।
বিগত ১৫ বছরে নজিরবিহীন সম্পদ বেড়ে যাওয়ায় অভিযোগে সম্প্রতি তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।
প্রথম ধাপে ১৪ মন্ত্রী-এমপিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার পর আরও ২৭ জন মন্ত্রী ও এমপিদের এবং তাদের পরিবারের সদস্যসহ অন্তত ৬০ ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কমিশনে প্রতিবেদন দাখিল করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তারা। পৃথক পৃথক তিনটি আবেদনে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে চিঠি দেওয়া হয়।
এদিকে দেশে-দেশে-বিদেশে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে।
এছাড়া তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে বিভিন্ন জায়গায় কয়েকশ বিঘা জমি ক্রয় করেছেন বলেও জানিয়েছে দুদক।