শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব   প্রশাসনিক ক্যু করে ক্ষমতায় যাওয়া আর হয়ে উঠবে না: জামায়াত আমির   মোংলা পৌর জিয়া মঞ্চের সভাপতি সালাম, সাধারণ সম্পাদক মাহবুবুর; সাংগঠনিক পদে সমালোচনার ঝড়   ১৫ দল নিয়ে ‘মানবতার জোট’র আত্মপ্রকাশ   বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে: প্রধান বিচারপতি   টাঙ্গাইলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত   নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মোংলা পৌর জিয়া মঞ্চের সভাপতি সালাম, সাধারণ সম্পাদক মাহবুবুর; সাংগঠনিক পদে সমালোচনার ঝড়
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম

মোংলায় জিয়া মঞ্চের পৌর শাখার  কমিটি ঘোষনা করা হয়েছে। মোঃ  আব্দুস সালাম মিয়াকে সভাপতি ও মাহবুবুর রহমান মাহিনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠিন করা হয়েছে। তবে সাংগঠনিক সম্পাদককে নিয়ে সমালোচনার ঝড় বইছে। 

৪ ডিসেম্বর জিয়া মঞ্চের বাগেরহাট জেলার আহবায়ক এড.শিকদার এমরান হোসাইন ও সদস্য সচিব জাহিদুল ইসলাম  খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়। 

নাজমা জেসমিন নামের এক নারীকে জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

তবে সাংগঠনিক সম্পাদক পদে যাকে দেয়া হয়েছে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বির্তকের সৃস্টি হয়েছে। খোদ কমিটির সাধারণ সম্পাদক নিজে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে বর্তমান সভাপতি আব্দুস সালাম মিয়া  জানান, তিনি সাংগঠনিক সম্পাদক নাজমা জেসমিনকে চেনেন না কিভাবে কমিটিতে স্থান পেয়েছে তা তার জানা নেই। কমিটি ঘোষনার দিন সভাপতি সালাম মিয়া ঢাকাতে ছিলেন। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে প্রতিবেদককে জানান তিনি। 

সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আল মামুন বলেন, নাজমা জেসমিন নামের কোন নারীর কে তিনি বিএনপির কোন অঙ্গ সংগঠনের সাথে রাজনীতি করতে দেখেননি। এরা ৫ আগস্টের পর সুবিধা বাদী হয়ে দলের অসাধু লোকদের ম্যানেজ করে পদ বাগিয়ে নিচ্ছেন।  মোংলার বিএনপি পরিবারের জন্য অশনি সংকেত। আ.লীগ পরিবারের সদস্য যদি এভাবে কমিটিতে স্থান পায়। এক সময় তা ভয়াবহ রুপ নিবে। 

নাজমা জেসমিন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের আপন আত্মীয় বলে অভিযোগ উঠে। ৫ আগস্টের পর তিনি বিএনপির রাজনীতিতে জড়িত হয়েছেন। এর আগে তাকে বিএনপির কোন সভা সমাবেশে দেখা যায়নি। 

আগামি ৯০ দিনের মধ্যে পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের  যৌথ স্বাক্ষরে ৯টি ওয়ার্ডের নতুন কমিটি অনুমোদন দিয়ে জিয়া মঞ্চের বাগেরহাট জেলা শাখার দপ্তরে  প্রেরনের জন্য নির্দেশনা প্রদান করা হয় বলে জানিয়েছেন সভাপতি আব্দুস সালাম মিয়া।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com