প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম

কুমিল্লার হোমনা উপজেলায় ভুট্টা খেতে এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনা স্থলে পৌছেছে।
আজ শুক্রবার সকাল আনুমানিক ৯ টায় স্থানীয়দের মাধ্যমে হোমনা থানা পুলিশ খবর পায় উপজেলার কারারকান্দি সংলগ্ন ভুট্টা খেতে এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পড়ে আছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী।
তিনি বলেন,সকাল আনুমানিক ৯ টায় স্থানীয়দের মাধ্যমে খবর পাই কারারকান্দি সংলগ্ন ভুট্টা খেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পড়ে আছে। এমন খবরের ভিত্তিতে আমি তাৎক্ষণিক সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনা স্থলে এসেছি। এবং সুরতহাল প্রতিবেদন প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।তবে এখন পর্যন্ত কেউ লাশ সনাক্ত করতে পারেনি।আমরাও চেষ্টা করছি এবং স্থানীয়দের কথা বলতেছি কেউ চিনে কি না।সনাক্ত হলে পরে বিস্তারিত বলতে পারবো।