ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের (৪নং) ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় ইউনিয়নের চিংড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে উঠান বৈঠক ও সমাবেশে চিংড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি সমরেশ মন্ডলের সভাপতিত্বে চিংড়া সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় মন্ডলে সার্বিক সঞ্চালনায় তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে নন্দিত খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে পড়তে-বয়সি যুবকেরা মাদকের সঙ্গে যুক্ত না হয়। কাজী আলাউদ্দিন স্মরণ করে বলেন, ২০০১ সালের ১লা অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। সেই নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ডা. এ.এফ. এম. রুহুল হককে পরাজিত করে কালিগঞ্জ দেবহাটার ১৭টি ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলাম।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, টেকসই বেরিবাঁধ নির্মাণ, প্রতিটি গ্রামে সুপেয় পানির ব্যবস্থা, কালিগঞ্জ –আশাশুনিকে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করাসহ হিন্দু- মুসলিম সব সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করুন। জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি আরও বলেন, ধর্মান্ধদের চক্রান্তে পড়বেন না,ধানেরশীষ প্রতিকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন। তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে।
সারা দেশে ভোট করলে মাত্র তিনটি আসন পায়,এরা দেশের জন্য কি করবে?ইসলামের দোহাই দিয়ে প্রতারণা করে ভোট চায়। নিজের রাজনৈতিক অতীত প্রসঙ্গে তিনি বলেন, আমি এমপি থাকাকালীন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করিনি। পুনরায় নির্বাচিত হলে কোনো নিয়োগ বাণিজ্য থাকবে না এবং শিক্ষিত বেকারদের বিনা টাকায় চাকরির ব্যবস্থা করা হবে এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করবেন।
তিনি আরও দাবি করেন, বিগত দিনে বিভিন্ন এমপি দুর্নীতির দায়ে জেল খেটেছেন ও অর্থদণ্ড দিয়েছেন; কিন্তু আপনাদের এমপি কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার কোনো অভিযোগের এক ফোঁটা দাগও নেই।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম (বাবু), সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রেদওয়ান ফেরদাউস রনি, মৌতলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবীর পলাশ, উকশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) প্রভাস চন্দ্র মন্ডল, ইউপি সদস্যা প্রমিলা রাণী, অবঃ শিক্ষক রবিন্দ্রনাথ মন্ডল, দূর্গা মন্দির কমিটির সেক্রেটারি সঞ্জয় মন্ডল প্রমুখ। উঠান বৈঠকে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বী শতশত নারী পুরুষের শতঃস্ফুর্ত অংশগ্রহণ ছাড়াও কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ শত শত নেতা–কর্মী ও সমর্থক অংশ নেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সনাতন ধর্মাবলম্বীদের সম্পৃক্ত করে আসন্ন সাতক্ষীরা–০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিনকে বিজয়ী করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করা।