বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১

শিরোনাম: হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশন টাইগারদের    যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে    সাবেক বিচারপতি মানিক আরেক হত্যা মামলায় গ্রেপ্তার    ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ    নিউইয়র্কে হচ্ছে না ইউনূস-মোদির বৈঠক    জাতিসংঘের ই-গভর্নমেন্টে ১১ ধাপ উন্নতি বাংলাদেশের    সালমান ও আনিসুল হক ফের ৫ দিনের রিমান্ডে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আইনে সাংবাদিক নিপীড়নের ধারা বাদ দেয়ার প্রস্তাব সম্পাদক পরিষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৩ পিএম আপডেট: ০৩.০৯.২০২৪ ৪:১৬ পিএম | অনলাইন সংস্করণ

দেশের গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  এতে অন্তর্বর্তী সরকারের জন্য একটি ‘যৌক্তিক’ মেয়াদ নির্ধারণ সম্পর্কে মতামত নেওয়া হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি আয়োজিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও তিনি সকলের মতামত শুনেছেন।

বৈঠকে যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে, সেগুলো (ধারা) এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব সম্পাদক পরিষদের কাছ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দেওয়া হয়েছে।

পরবর্তীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমের কাছে এই বৈঠকের তথ্য তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম।

বৈঠকে তারা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করার কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবির, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম এবং কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা।

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সরকারের সঙ্গে গণমাধ্যমের সহযোগিতামূলক সম্পর্ক কীভাবে আরো সুদৃঢ় করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয় বৈঠকে।



ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষায় যে প্রতিশ্রুতি দিয়েছে, এই বৈঠককে সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে এই মতবিনিময়ের মাধ্যমে সরকারের পরিকল্পনা ও নীতিমালা নিয়ে খোলামেলা আলোচনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠক গণমাধ্যম ও সরকারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকের পর সাংবাদিকের সঙ্গে কথা বলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। তিনি জানান, যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে, সেগুলো (ধারা) এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ।

বৈঠকে সম্পাদকরা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন বলেও জানান মাহ্ফুজ আনাম। এছাড়া তারা সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলাও বন্ধ করতে বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/ADDDDDD.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]