বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১

শিরোনাম: হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশন টাইগারদের    যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে    সাবেক বিচারপতি মানিক আরেক হত্যা মামলায় গ্রেপ্তার    ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ    নিউইয়র্কে হচ্ছে না ইউনূস-মোদির বৈঠক    জাতিসংঘের ই-গভর্নমেন্টে ১১ ধাপ উন্নতি বাংলাদেশের    সালমান ও আনিসুল হক ফের ৫ দিনের রিমান্ডে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১:০০ পিএম | অনলাইন সংস্করণ

অধিকৃত পশ্চিম তীরে ড্রোনের সমর্থন নিয়ে ইসরায়েল বাহিনীর চালানো হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাসের মধ্যে হওয়া অন্যতম সবচেয়ে প্রাণঘাতী হামলা। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার জেনিনে আকাশ থেকে ড্রোন দিয়ে চালানো হামলায় পাঁচজন নিহত হন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কাফর কুদে ইসরায়েলি বাহিনী দুইজনকে গুলি করে হত্যা করে। আর বেথেলহেমে আরেকজন তরুণ নিহত হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে পশ্চিম তীরের তুবাস প্রশাসনিক এলাকায় তিন ব্যক্তি ও ১৪ বছরের এক কিশোর নিহত হন।

জেনিন থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, সোমবার বিকালে ইসরায়েলি বাহিনী স্থানীয় একটি মানি এক্সচেঞ্জকে লক্ষ্যস্থল করে। এই মানি এক্সচেঞ্জটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অর্থায়নের সঙ্গে জড়িত বলে দাবি বাহিনীটির। এরপর মঙ্গলবার সকালে জেনিনের শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালায় ইসরায়েল।



নিদা জানান, সোমবার তুবাসের কাছে ইসরায়েলি বাহিনী যখন অভিযান শুরু করে তখন ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তাদের সশস্ত্র সংঘাত শুরু হয়।

তিনি বলেন, স্থানীয় লোকজন জানিয়েছে, ফিলিস্তিনিরা ছদ্মবেশে আসা ইসরায়েলি বাহিনীর একটি ইউনিটকে শনাক্ত করে ফেলে যারা একটি বাড়ির চারদিকে অবস্থান নিয়েছিল, এখানেই তাদের সঙ্গে সশস্ত্র সংঘাত শুরু হয়।

জেনিনে ইসরায়েলের ড্রোন হামলার প্রত্যক্ষদর্শী আবু সাবাই জানান, মঙ্গলবার সকালে এলাকায় ইসরায়েলি বুলডোজার এসে হাজির হয় আর আকাশে ড্রোন ও যুদ্ধবিমানের আনাগোনা শুরু হয়, এরপর পাঁচ মিনিটের মধ্যে ড্রোন থেকে একটি ভবনে আঘাত হানা হয়। হামলার পর স্থানীয় লোকজন চারজনের দেহাবশেষ শনাক্ত করে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, জেনিনে তারা পৃথক দু’টি আকাশ হামলা চালিয়েছে আর আশপাশের এলাকাগুলোতে সেনা ও পুলিশ সাত ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে এবং আরও বহু আহত হয়েছেন। ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বোমা ছুড়েছে বলে দাবি করেছে তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/ADDDDDD.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]