প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৬:২৩ পিএম | অনলাইন সংস্করণ
একটি গান দিয়ে দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন র্যাপার হান্নান হোসাইন শিমুল। চলে আসেন আলোচনায়। ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি তার এক সহকর্মী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
১৮ জুলাই ‘আওয়াজ উডা’ প্রকাশের পর দেশজুড়ে পরিচিতি পায় নারায়ণগঞ্জের এই র্যাপার। প্রতিবাদের গানটি লিখেছেনও তিনি। ১৩ দিনের ব্যবধানে গানটি ইউটিউবে প্রায় ছয় লাখবার দেখা হয়েছে। ইউটিউবে বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে।
দুই সপ্তাহ ধরে ‘আওয়াজ উডা’ গানটি কোটা সংস্কার আন্দোলনের ভার্চ্যুয়াল কণ্ঠস্বরে পরিণত হয় বলে জানায় আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন (এআরসি)।
বিবৃতিতে এআরসির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ইন্টারন্যাশনাল প্রোগ্রামস) অ্যাডাম শাপিরো বলেন, ‘বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নির্দয়ভাবে আক্রমণ করা হয়ে থাকে; হান্নানকে নির্বিচার গ্রেপ্তারের ঘটনা তারই অংশ।’