শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
উদ্যোমী নারীদের সম্মাননা জানাল ‘উইমেনস ফাউন্ডেশন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১২:৩৬ পিএম

আন্তর্জাতিক নারী দিবসে উদ্যোমী ১০ জন নারীকে সম্মাননা জানাল নারীকেন্দ্রীক সংগঠন ‘উইমেনস ফাউন্ডেশন বাংলাদেশ’।

দিনটির তাৎপর্য তুলে ধরতে শনিবার, ৮ মার্চ বিকেলে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করে বিশেষ সেমিনারের। সেমিনার শেষে উদ্যোমী ১০ নারীকে দেওয়া হয় সম্মাননা স্মারক।

শতাধিক নারীর উপস্থিতিতে অনুষ্ঠানে সম্মাননা স্মারক হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট নারী উদ্যোক্তা ও রন্ধনবিদ মেহেরুন নেসা। 

এসময়  আরো উপস্থিত ছিলেন ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’ -এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি বাবুল হৃদয়, সুমন চৌধুরী, প্লানিং ডিরেক্টর, প্রতিষ্ঠানের মহাসচিব, বিশিষ্ট নারী উদ্যোক্তা, রন্ধনবিদ ও টেলিভিশন উপস্থাপক তানিয়া শারমিন, ভাইস প্রেসিডেন্ট নাজমা বেগম, আফলাতুন নাহার কাজল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজনিন সুলতানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হালিদা পারভিন, আন্তর্জাতিক সম্পাদক রিদওয়ানা আফরিন সুমী, দপ্তর সম্পাদক ইতি চৌধুরী মম, সাংস্কৃতিক সম্পাদক নাদিরা মুক্তাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বিশেষ দিনের সম্মাননা নিয়ে মহাসচিব তানিয়া শারমিন বলেন, ‘নারী দিবসের আয়োজনে উদ্যোমী নারী যাতে আরো উদ্যোমী হয়ে কাজে মনোনিবেশ করে, তাদের অনুপ্রাণিত করতেই এই সম্মানার আয়োজন। আমাদের ইচ্ছে আছে আগামীতে আজকের মতো এমন জমজমাট আয়োজনে সারা দেশের উদ্যমী নারীদের খুঁজে বের করে তাদের সম্মাননা জানাব আমরা ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু মন্ত্রনালয়ের নারী নির্যাতন সেলের অফিসার হালিমা বেগম, ‘উইমেন বাংদেশ’ ম্যাগাজিনের সম্পাদক রেহানা পারভীন। 

সেমিনারে বক্তারা মাগুরার ৮ বছরের শিশুকে ধর্ষণের তীব্র নিন্দা  ও দ্রুত বিচারের দাবি জানান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ নারী উদ্যোক্তা রুমানা রহমান, দিল আফরোজ সাইদা, কাকলি কেয়া, শাহানাজ বেগম, জেসমিন খান চাদনি ও নারী অঙ্গনের বিশিষ্টজনরা। সন্ধ্যায় সেমিনার, ইফতার ও ডিনার করে বাড়ি ফিরেন নারীরা।  অনুষ্টানটির পাওয়ার্ড বাই ছিল প্রাণ গ্রুপ।

২০২১ সালে যাত্রা শুরু হয় ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’ এর। বর্তমানে  প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আফরোজা হেলেন। তিনি পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রীও।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com