শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে বাসাইল-সখিপুরের মানুষ নিরাপদ থাকবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী   বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির   
পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইন্দুরকানী সদর ইউনিয়নের মিলবাড়ি এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। 

যোগদানকৃত নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্মের সন্ধানে ছিলেন। জামায়াতে ইসলামী মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে—এই বিশ্বাস থেকেই তারা জামায়াতে যোগদান করেছেন।
অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ইন্দুরকানী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস মৃধা এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।
খাইরুজ্জামান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মৃধা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলার চেয়ারম্যান মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা. আলী হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মিজানুর রহমান পারভেজ সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই বিকল্প শক্তি হিসেবে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলে তাদের ধারণা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com