বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইন্দুরকানী সদর ইউনিয়নের মিলবাড়ি এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদানকৃত নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্মের সন্ধানে ছিলেন। জামায়াতে ইসলামী মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে—এই বিশ্বাস থেকেই তারা জামায়াতে যোগদান করেছেন।
অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ইন্দুরকানী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস মৃধা এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।
খাইরুজ্জামান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মৃধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলার চেয়ারম্যান মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা. আলী হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মিজানুর রহমান পারভেজ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই বিকল্প শক্তি হিসেবে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলে তাদের ধারণা।