প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম

রাজধানীর ঐতিহ্যবাহী মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ শীতকালীন পিঠা উৎসব উদযাপন করলো। প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি,২৬) দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ ‘পিঠা উৎসব’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের ফকির। প্রতিবছরের মত এ বছরেও ছিল জমজমাট সকল আয়োজন।
‘পিঠা উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল কাদের ফকির বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ‘পিঠা উৎসব’ আমাদের শিকড়, সংস্কৃতি ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক। মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ বর্তমান প্রজন্মের শহরের শিক্ষার্থীদের গ্রামাঞ্চলের এই পিঠা উৎসবের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার মধ্য দিয়ে তাদের সামাজিক দায়িত্ববোধও পালন করছে বলে আমি মনে করি।
পিঠা উৎসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ড এর সভাপতি আব্দুস সামাদ, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিলন, ন্যাশনাল পাবলিক কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন সুমন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
উৎসব প্রাঙ্গণে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধচিতই, পুলি, মালপোয়া ও তেল পিঠাসহ নানা ঐতিহ্যবাহী পিঠার স্টল সাজান শিক্ষার্থীরা। গ্রামীণ সাজসজ্জা আর আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন বলেন, সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই আমরা সবসময় চেষ্টা করে থাকি শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পালন করার জন্য। সেই প্রতিশ্রুতি থেকেই মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ সবসময় সব গুরুত্বপূর্ণ দিন, ঐতিহ্য লালন ও ধারণ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই পিঠা উৎসব এর আয়োজন।
শীতের শেষ বিকেলে অনুষ্ঠানে সকলের উপস্থিতি ‘পিঠা উৎসব’ পরিণত হয় শিক্ষা ও সংস্কৃতির এক আনন্দঘন মিলনমেলায়।