প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম

ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী শবনম বুবলী আবারও মা হতে চলেছেন। গত কয়েকদিন ধরে এমন গুঞ্জনে সরগরম বিনোদন অঙ্গন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনে স্বাভাবিকভাবেই নাম এসেছে মেগাস্টার শাকিব খানের। এবার সেই গুঞ্জন গিয়ে পৌঁছাল খান সাহেবের প্রাক্তন স্ত্রী ঢালিউড কুইন অপু বিশ্বাসের কানে।
এমন কথা শুনে বেশ অবাক হয়েছেন অপু। সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় নায়িকা বলেন, ‘আচ্ছা, তাই নাকি। আমি তো জানিই না। আপনারাই তো সব জায়গায় যান, আপনারাই আমাকে একটু বলেন না?’
এরপর অপু জানান, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তাই সোশ্যাল মিডিয়াতে কি চলছে, কোন গুঞ্জন রটেছে এসব দেখার সময় নেই তার। নিজের কাজ নিয়েই তার সব ব্যস্ততা।
অপু জানান, সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন তিনি। কাজের চাপের কারণে এখন অনলাইন দুনিয়া থেকে একটু দূরেই থাকেন। সেখানে কী চলছে, তার খবর তিনি এখন রাখেন না।
এর আগে মা হওয়ার এমন গুঞ্জনে শবনম বুবলী নিজেও বিরক্তি প্রকাশ করেছিলেন। আজেবাজে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চেয়েছেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের সংসারে আসে একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে হঠাৎ করেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ২০১৮ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সূচনা হয় শাকিব-বুবলীর। এরপর বিয়ে আর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম। অপুর মতো বুবলীও বিয়ে গোপন রেখেছিলেন। এরপর হঠাৎ করেই তাদের বিয়ে এবং সন্তানের বিষয়টি সামনে আসে বলে আলোচনা হয়।