প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ২:৩৭ AM
সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলমধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। এতে দেশটির এক সেনা সদস্য নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) সিরিয়ান নিউজ এজেন্সি সানার বরাতে আরব নিউজ জানিয়েছে, দামেস্কে ‘ইসরায়েলি আগ্রাসনে’ সামরিক বাহিনীর এক সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।
সূত্র জানায়, ইসরায়েলি শত্রুরা দেশটির উত্তরাঞ্চলীয় গালিলি থেকে সিরিয়ার নবী হাবিল অঞ্চলে অবস্থিত একটি বিমান প্রতিরক্ষা ইউনিটকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। মূলত এতে এই হতাহতের ঘটনা ঘটে।
যদিও এই রিপোর্ট সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্ররা এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।