প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় একজন নারী বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাডাংঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে একজন বাংলাদেশী নারী নাগরিককে আটক করা হয়।
অন্যদিকে, মেদিনীপুর ও উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ৭৪৪ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ধুরকে যশোর জাস্টিন এন্ড কিয়ারে পাঠানো হবে।