হাদীকে হামলার পর ঝিনাইদহ মহেশপুর সীমান্তে বিজিবি'র সর্বোচ্চ সতর্কতা
মো: খাইরুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর পরিকল্পিত হামলার ঘটনার পর দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।
হামলার সঙ্গে জড়িত গুলিবর্ষণকারী ব্যক্তি বা কোনো অপরাধী, সন্ত্রাসী কিংবা সন্দেহভাজন ব্যক্তি যাতে সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সীমান্ত এলাকায় টহল বহুগুণ জোরদার করেছে। সীমান্তের প্রায় ৮ কিলোমিটার এলাকায় ১৩টি চেকপোস্ট স্থাপনসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি জানান, জিরো টলারেন্স নীতিতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে এবং অবৈধ পুশ-ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যেকোনো অপরাধীর পলায়ন রোধে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে। তিনি সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সন্দেহজনক কোনো ব্যক্তি বা তৎপরতা নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, হামলার তদন্ত চলমান থাকলেও পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।