প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মানিকপুর ইউনিয়ন উলামা পরিষদের প্রধান কার্যালয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ধারিয়ারচর বাজার মার্কেটে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানিকপুর ইউনিয়ন উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা জাকির হোসাইন কাসেমী।
অনুষ্ঠানে তিনি বলেন, মানিকপুর ইউনিয়ন উলামা পরিষদ দীর্ঘদিন নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই কার্যালয় উদ্বোধন শুধু একটি স্থাপনার সূচনা নয়, বরং এটি নতুন দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক। এই কার্যালয় থেকে তৃণমূল পর্যায়ে ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণের কার্যক্রম আরও গতিশীল হবে। সংগঠনের ধারাবাহিকতা রক্ষায় প্রত্যেক সদস্যকে আদর্শিকভাবে দৃঢ় থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউদ্দিন (নোমান), সাধারণ সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ (মিলন), সিনিয়র সহসভাপতি মাওলানা জামিল হোসাইন ও মাওলানা জালাল উদ্দিন, সহসভাপতি হাফেজ আক্তার সাহেব, মাওলানা শাহজালাল, মুফতি মুসাব্বির আহমেদ ও মাওলানা আল-আমিন মাহমুদী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মোস্তফা (সাবেক মেম্বার), ধারিয়ারচর বাজার কমিটির সেক্রেটারি মাইনুদ্দিন সরকারসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক কর্মী।
উদ্বোধনী পর্ব শেষে মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও উলামা পরিষদের সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।